250+ প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশেপ্রিয় পাঠক, আপনি কি প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য আজকের এই আর্টিকেলটি। কেননা আজকের সম্পূর্ণ আর্টিকেলটিতে আমরা 250+ প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ আপনাদের সাথে শেয়ার করবো।
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

    ভূমিকা

    আজকে আপনার ভালোবাসার মানুষের জন্ম দিন? আজকে যদি আপনার ভালোবাসার মানুষের জন্মদিন হয়ে থাকে তাহলে অবশ্যই তার এই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো উচিত। ভালোবাসার মানুষের জন্মদিন এলে আমাদের কাছে তার গুরুত্ব অনেক বেড়ে যায়।

    কখন তাকে শুভেচ্ছা জানাতে হবে, কখন তাকে শুভেচ্ছা জানালে সে খুশি হবে। এই নিয়ে নানান চিন্তা সেই দিন আমাদের মাথায় ঘুর ঘুর করে। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানাতে চান তাহলে আমাদের এই 250+ প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ সম্পর্কে ভালোভাবে পড়ে নিন।

    এর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা জানিয়ে তাকে অনেক খুশি করতে পারবেন আশা করছি। চলুন তাহলে এখন 250+ প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ - birthday status for lover সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

    রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

    আমারা সকলেই চাই জন্মদিনে আমাদের প্রিয় মানুষটিকে একটু রোমান্টিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। যাতে করে সে অনেক খুশি হয়ে যায়। এখন আমরা আলোচনা করব রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্পর্কে। চলুন তাহলে এখন প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ সম্পর্কে জেনে নেই।
    • তোমার জন্য জীবনের দূর ভবিষ্যতের উজ্জ্বলতা কামনা করি, সঠিক জ্ঞানের আলোতে তুমি আলোকিত হয়ে আলোময় কর পৃথিবীকে, ভালো থেকো "শুভ জন্মদিন প্রিয়"
    • আজকেরই এই বিশেষ দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা প্রিয় আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে
    • শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল তোমার এই বিশেষ দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব ইচ্ছে আমি পূরণ করবো প্রিয়।
    • জন্মদিনে কি বা দেবো তোমায় উপহা্‌ বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার "শুভ জন্মদিন"
    • তোর জন্যে ভালোবাসা, লক্ষ গোলাপ জুই । হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই "শুভ জন্মদিন"
    • এই দিনটা আসে যেন বছর বছর ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে । “””””” শুভ জন্মদিন “”””””
    • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁছে থাকো হাজার বছর ।শুভ জন্মদিন
    • জন্মদিনের শুভেচ্ছা নিও, যদিও বিলম্বিত, Birthday Treat পেতে বতস হব বার প্রিত । হ্যাপি বার্থডে
    • মুছে দাও পুরনো বেদনা, খুলে দাও মনেরি জানালা, ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি, ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সন নতুন নতুন আশা । “”””””””””””শুভ জন্মদিন””””””””””””
    • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবচেয়ে সুন্দর মানুষটিকে, তোমার একটা হাসিতে আলোকিত হয় চারিদিক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ।
    • আজ বারোটায় একটু খানি, কাটিয়ে ঘুমের রেষ, চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ । (((শুভ জন্মদিন)))
    • সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল । আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল । শুভ জন্মদিন
    • স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পুরন হোক দুঃখ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক । জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য । শুভ জন্মদিন
    • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর । শুভ জন্মদিন
    • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি বা দেবো তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া কিছুই নেই যে আমার । শুভ জন্মদিন
    • দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামি জীবনটা আনন্দময় হোক, এই আশা করি । আজ দিনটা ভালোভাবে উপভোগ করো । শুভ জন্মদিন ।
    • আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস। ..শুভ জন্মদিন..
    • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ । তোমার জন্য সূর্য হাসছে, গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে, কারন আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে । শুভ জন্মদিন ।
    • ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মত সাত রঙ্গে রাঙ্গুক তোমার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দূর অজানার দেশে । তোমার জীবন যেনো সুখের সাগরে ভাসে । এই কামনা করি বিধাতার কাছে । শুভ জন্মদিন
    • কোনও ব্যক্তির জীবনে দুটি দুর্দান্ত দিন থাকে । এক যেদিন আমরা জন্মগ্রহণ করব এবং যে দিনটি আমরা আবিষ্কার করব সেদিন – উইলিয়াম বার্কলে
    • অন্য লক্ষ্য নির্ধারণ বা নতুন স্বপ্ন দেখার জন্য আপনি খুব বেশি বয়স্ক হয়ে যাবেন না – সিএস লুইস
    • জন্মদিনগুলি আমাদের আরও কেক খেতে বলার প্রকৃতির উপায় – আনন
    • আমার জন্মদিন হলে আমি দিনটি ছুটি করি। তবে যখন আমার স্ত্রীর জন্মদিন হয়, তখন সে এক বা দুই বছর সময় নেয় – আনন
    • অল্প বয়স্ক থাকার রহস্য হল সততার সাথে জীবনযাপন করা, আস্তে আস্তে খাওয়া এবং আপনার বয়স সম্পর্কে মিথ্যা কথা বলা – লুসিল বল
    • অন্য জন্মদিনের জন্য অনুশোচনা করবেন না, সুসংবাদটি হল আপনি বেঁচে আছেন এবং এটি উদযাপন করতে পারেন। – ক্যাথরিন পালসিফার
    • আজ আপনি আরও এক বছরের বেশি বয়স্ক, এবং আমরা জানি আমাদের বয়স বাড়ার সাথে সাথে কত দ্রুত সময় উড়ে যায়, সুতরাং, প্রতিটি দিন বেঁচে থাকুন এবং খুশি হন! – কেট সামারস
    • একটা কথা বলার ছিল .. কি করে বলি.. বলছিলাম যে.. আমি তোমাকে বলতে চাই… হ্যাপি বার্থডে
    • আজকের এই বিশেষ দিন-এ হয়ে উঠুক আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
    • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন. শুভ জন্মদিন
    • জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার ! শুভ জন্মদিন !
    • শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন । মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি । হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমন করে বন্ধু তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে ।
    • কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে ! হ্যাপি বার্থডে !
    • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন । ..জন্মদিনের শুভেচ্ছা
    • আধার ভেঙ্গে সূর্য হাসে বিশ্বভুবন আলোয় ভাসে । পাক-পাখালি ধরলো গান নদীর বুকে ওই কলতান । তর তরিয়ে চললো তরী মহাসাগর দেবো পাড়ি । তরু শাখায় লাগলো দোল চল বন্ধু চল জলকে চল । খুশিতে মন তা ধিন ধিন আজ যে তোমার জন্মদিন
    • আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি । কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।
    • তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই, হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই । শুভ জন্মদিন
    • আমাদের ভালোবাসা, পুরন হোক তোমার মনের সব আশা, সুখী থাকবে তুমি নিয়ে আমাদের ভালোবাসা !!! .. শুভ জন্মদিন ..
    • বাড়লো আরেকটা বছর তোমার জীবনের সাথে, এগিয়ে যাও সন্মানের সাথে, আনন্দের সাথে আরো দূরে । ইচ্ছে হোক তোমার পুরন । শান্তি থাকুক তোমার প্রানে । ভালবাসুক সবাই তোমার এই জন্মদিন থেকে । “””” শুভ জন্মদিন “”””””
    • জন্মদিনের শুভেচ্ছা, প্রিতি আর ভালোবাসা, পৌছবে তোমার কাছে, এই আমার আশা । এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্যেশ্য সফল হবে ! যদি এই এসএমএস একটা হাসি তোমার মুখে আনে । ,,, শুভ জন্মদিন ,,,

    শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস

    আমরা যাকে অথবা যেই ব্যক্তিটাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই তারা সকলেই আমাদের কাছে অনেক স্পেশাল হয়ে থাকে। আর তাই তো চাই আমারা সকলেই তার এই জমদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে অনেক খুশি করতে।

    আর না করলে সে ও অনেক মন খারাপ করে বসে থাকবে। তাই চলুন এখন আমরা জেনে নেই শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস সম্পর্কে।
    • শুভ জন্মদিন! আশা করি আজকের এই বিশেষ দিনে প্রত্যেকটি মুহূর্ত যেন আনন্দ এবং খুশি দিয়ে ভরে ওঠে।
    • সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর ধরে। শুভ জন্মদিন
    • আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস। শুভ জন্মদিন
    • জন্মদিন একটি নতুন বছরের মতো এবং আপনার জন্য আমার সুখ পূর্ণ একটি দুর্দান্ত বছর কামনা রইল। শুভ জন্মদিন বন্ধু!
    • সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস। শুভ জন্মদিন।
    • জন্মদিন প্রত্যেক বছর ফিরে-উল্টে আসে কিন্তু তোমার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত। তোমার এই স্পেশাল দিনে তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। হ্যাপি বার্থ ডে!
    • আবার একটা নতুন বছর আরও একটা নতুন চ্যালেঞ্জ বন্ধু। জীবনে যাই হোক না কেন মুখে হাসি রাখতে ভুলে যেওনা। শুভ জন্মদিন বন্ধু। ভালো থেকো।
    • ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তোমাকে আমার জীবনে আনার জন্য। তুমি আমার সবচেয়ে বড় আশীর্বাদ। শুভ জন্মদিন!
    • আমার ভালবাসার অনুভূতি প্রকাশ করার জন্য আলাদা করে কোন শব্দ নেই। আজকের এই বিশেষ দিনে আমার জীবনের ভালোবাসাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালোবাসা। পৃথিবীর সমস্ত খুশির শুভেচ্ছা জানালাম।
    • তুমি আমার জীবনে প্রবেশ না করলে ভালোবাসার আসল অর্থ হয়তো আমি জানতে পারতাম না। সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল। শুভ জন্মদিন।
    “সকাল থেকে সন্ধ্যা,
    তোমার জন্মদিন হোক উজ্জ্বল,
    জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
    ❦~শুভ জন্মদিন~❦”
    • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বেঁচে থাকো আরো হাজার বছর। বিঃদ্রঃ এই শুভ দিনে একটি ট্রিট পাওনা থাকে। চাইলে তুই নিজ ইচ্ছায় দিতে পারিস, না হলে আমাদের কেই অন্য পথ অবলম্বন করতে হবে।
    “আজকের এই দিন,
    তোমার জন্য হোক রঙিন।
    ❦~শুভ জন্মদিন~❦”

    জীবনের গাড়ি এগিয়ে চলুক এই ভাবেই,
    সাফল্যের চর শিখরে আহরণ করো,
    মনের সব আকাঙ্খা পূর্ণ হোক তোমার,
    ভালোবাসার সাগরে ভেসে বেড়াও সর্বদা।
    শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমাকে

    “রূপ কোথার রানী তুমি,
    ২ নয়নের আলো,
    সারা জীবন এমন করে
    বেশে যাবো ভালো।
    তুমি আমার জীবন মরন,
    আমার চলার সাথি।
    তোমাকে ছারা ১ লা আমি
    কি করে থাকি ?
    ❦~Happy Birthday~❦
    ❦~Janu~❦”

    মাঝে মাঝে ভাবি তোর জন্মদিনটা
    একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।
    আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ।
    যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে,
    শুভ জন্মদিন দোস্ত

    তোমার এই শুভদিন উজ্জ্বল হয়ে উঠুক
    ভালোবাসার সূর্যালোকে এবং
    হাসির রামধনুতে।
    শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।

    “পাখির গানে পরিবেশে
    মায়াবি এক ধোঁয়া,
    পেয়েছে ওরা তোমার
    শুভ জন্মদিনের ছোঁয়া।
    ❦~শুভ জন্মদিন~❦”

    “বাড়লো আরেকটা বছর
    তোমার জীবনের,
    এগিয়ে যাও সন্মানের সাথে
    আনন্দের সাথে আরো দূরে।
    ইচ্ছে হোক তোমার পুরন।
    শান্তি থাকুক তোমার প্রানে।
    ভালোবাসুক সবাই তোমায়
    এই জন্মদিনে।
    ❦~শুভ জন্মদিন~❦”

    “চাঁদের জন্য পূর্নিমা,
    পাহাড়ের জন্য ঝর্না,
    নদীর জন্য মোহনা,
    আর তোমার জন্য রইলো
    জন্মদিনের অনেক
    অনেক শুভ কামনা।
    ❦~Happy Birthday~❦”

    আজ ভোরের জানালায় সূর্যিমামা এসে বলে গেলো শুভ সকাল।
    আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে রাঙিয়ে মনের দেয়াল।
    আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো হৃদয়ে তোমার খেয়াল ।
    * হ্যাপিবার্থডে **

    ফুলের হাসিতে প্রাণের খুশিতে
    সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে
    লাগছে আজ অনেক রঙিন
    অলিরা গানে গানে ফুলের কানে কানে
    বলছে আজ সেই শুভদিন
    ***শুভজন্মদিন***

    “জন্মদিনের শুভেচ্ছা,
    প্রিতি আর ভালোবাসা,
    পৌছবে তোমার কাছে,
    এই আমার আশা।
    এই কবিতা পড়ে তুমি
    হাসবে হয়তো,
    কে বা জানে উদ্যেশ্য
    সফল হবে!
    যদি এই SMS একটা হাঁসি
    তোমার মুখে আনে।
    ❦~শুভ জন্মদিন দিদি~❦”

    “আজকের এই সময়টা,
    শুধু তোমার জন্য আর
    কারো নয়।
    ❦~শুভ জন্মদিন মা~❦”

    আজকের শুভ দিনে মায়ের কোল আলো করে,
    তুমি এসেছিলে এই ভুবনে।
    এমনি করেই ভুবন ভরে থাকো তুমি চিরতরে।
    শুভ জন্মদিন বোন

    আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
    জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,
    পরীক্ষা যেন আসুক তোমার জীবনে,
    প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক!
    শুভজন্মদিন

    তোমার জন্য আমার আন্তরিক প্রার্থনা রইলো,
    সবসময় ঈশ্বরের ভালবাসা তোমার সাথে থাকুক,
    তাঁর অন্তহীন, সীমাহীন অনুগ্রহের মধ্য দিয়ে তিনি তোমাকে আশীর্বাদ করুক।
    তোমার জীবনে অনেক সুখ এবং সাফল্য আসুক।
    শুভ জন্মদিন প্রিয় দিদি

    তোমার জীবনের এই নতুন বছর যেন হাসিতে ভরে থাকে,
    আজকের দিনটি মজা আর আনন্দ করে কাটুক।
    বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলো।
    শুভ জন্মদিন প্রিয় বোন

    যতই ঝগড়া হোক,
    রাগ হোক তোমার শাসনে,
    কষ্ট হোক তোমার বকুনিতে,
    তবু তোমাকে ছাড়া একদিনও
    চলে না আমার..
    Love You মা
    শুভ জন্মদিন মা

    “চারিদিকে আজ সুবাসিত স্নিগ্ধতা,
    পাখিরা গাইছে গান, ফিরেছে মুগ্ধতা।
    প্রকৃতি যেন হেলে দুলে হয়েছে রঙিন,
    আজ আমার প্রিয় দাদার জন্মদিন।
    ❦~শুভ জন্মদিন দাদা~❦”

    Birthday status for lover

    আপনি কি আপনার ভালোবাসার মানুষকে তার জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে জানানোর জন্য আগ্রহি? কিন্তু কিভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে পাঠাবেন তা হয়ত ভেবে পাচ্ছেন না। আপনার চিন্তার কোন কারণ নেই।

    আমরা আপনাকে আপনার প্রিয় মানুষটিকে তার জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে জানানোর জন্য সাহায্য করব। নিম্নে সেগুলো দেওয়া হল Birthday status for lover
    • May God bless you with all of the wonderful desires of your heart and bless you to keep the many blessings that you already have. Happy Birthday, dear!
    • Since you came into my life, all colors have become clearer. You brought light and colors in my dark life. Happy birthday, my love.
    • Today is the perfect day to tell you that you’re a wonderful girlfriend. Happy birthday! I wish you all the best on this day and throughout the year.
    • Today is the perfect day to tell you that you’re a wonderful girlfriend. Happy birthday! I wish you all the best on this day and throughout the year.
    • Falling in love should last forever. Forget all the bad and the things that made you sad. All best wishes from someone who loves you immensely.
    • Falling in love should last forever. Forget all the bad and the things that made you sad. All best wishes from someone who loves you immensely.
    • Tonight is a special night out. I’m taking you somewhere where all wishes come true, and I’ll try to make everything unforgettable. Happy birthday, my sweetheart.
    • Thank you for all the good moments that you brought into my life. Happy birthday, love and I wish you all the best. Love you!
    • You are everything that one man could wish for. Therefore, I will try to return all the happiness that you brought into my life back to you. Happy birthday, my love!
    • There is no better way to say happy birthday than to say you mean very much to me.
    • I celebrate you every single day, and because this day is extra-special, I celebrate you in a very special way with this special note “Thanks for coming into my life!”
    • You are my support and my strength. I wish you a lot of love and happiness into your life. Happy birthday!
    • Our love is like a sea and an endless sky. Love is all that we need. Love is a stream that flows from heaven, and a kiss is the lane that connects two hearts. For me love is all that you are.
    • I am happy that I have a girl who is smart, beautiful, funny and crazy enough to go out with me. This night out must be special for you my baby.
    • Candles, red wine, roses, me and you… I think that after all you deserve one relaxing birthday, full with love. So, this night you are only mine, and be sure that you will not regret. Happy birthday, baby…
    • On this day, one gorgeous and cute baby girl was born. The Earth received a priceless gift. To that person, I wish all the best and happy birthday! Love you!
    • Knowing that we are still sticking together makes me even happier on your birthday. I can’t stop loving you.
    • Nothing is going to change my love for you…that’s the only birthday wish in my heart as I woke up this morning.
    • Congratulations, on your special day! May every wish and every desire of your heart be fulfilled.
    • You are always thinking of me first and placing others’ needs before your own. On this day and every day, I vow to return your generosity with my undying loyalty.
    • You have the purest heart of gold. No one is more deserving of the best that life has to offer than you.
    • Blow out your candles and make a wish. Then, turn around and greet my lips with a kiss.
    • That flawless smile on your face reassuring me of your love is the only thing I ask for as you celebrate another birthday today.
    • Come rain come shine, you will always be my love. Happy Birthday, dear.

    ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা

    “আজকের এই বিশেষ দিনে
    হয়ে ওঠো আরো নবীন,
    ভালবেসে জানাই তোমায়”
    ! শুভ জন্মদিন !

    পেছনে ফেলে দাও সব দুঃখ
    ঝেরে নাও সকল অভিমানের বোঝা
    তোমার এই জন্মদিনে রইলো
    আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা”
    ! শুভ জন্মদিন !

    আজকের এই দিন,
    তোমার জন্য হোক রঙিন।
    ! শুভ জন্মদিন !

    ”ভুলে যাও সব গ্লানি
    আজ তোমার জন্মদিন
    নতুন করে শুরু করো
    মুছে দিয়ে সব ক্লান্তির ঋণ”
    ! শুভ জন্মদিন !

    নতুন আশা, নতুন প্রান,
    নতুন হাসি, নতুন গান ।
    নতুন সকাল, নতুন আলো,
    নতুন দিন হোক ভালো ।
    দুঃখকে ভুলে যাই,
    নতুনকে স্বাগত জানাই ।
    ! শুভ জন্মদিন !

    জন্মদিনের শুভেচ্ছা জানাই
    হে অপরূপা,
    পূর্ণ হোক তোমার সফলতা
    পূর্ণতাই তোমার পূর্ণিমা,
    ! শুভ জন্মদিন !

    জন্মদিনে কি বা দিবো
    তোমায় উপহার ?
    বাংলায় নাও ভালোবাসা
    হিন্দিতে নাও পেয়ার।
    ! শুভ জন্মদিন !

    মুছে দাও পুরনো বেদনা,
    খুলে দাও মনের জানালা,
    মুছে ফেলো চোখের জল,
    ভুলে যাও সকল বেদনা ।
    মনে জাগাও সব নতুন নতুন আশা ।
    ! শুভ জন্মদিন !

    আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে,
    পাওয়া না পাওয়ার হিসাব টা না হয় আজ রেখে দিও,
    জীবন থেকে চলে যাওয়ার একটি বছরের জন্য আফসোস না করে
    নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও।
    ! শুভ জন্মদিন !

    কারো প্রিয় শনিবার দিন,
    কারো আবার রবিবার।
    আমার শুধু একটাই প্রিয় দিন,
    সেটা হলো তোমার জন্মদিন ।
    ! শুভ জন্মদিন !

    আজ তোমার জীবনে শুভদিন,
    মনের মত হোক রঙ্গীন,
    সুখ যেন না হয় কখনো বিলীন,
    দুঃখ যেন ছুতে না পারে কোনদিন ।।
    ! শুভ জন্মদিন !

    আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে,
    সুখের স্মৃতিটুকু থাক কাছে দু:খ গুলো যাক দুরে ।
    ! শুভ জন্মদিন !

    আরও একটা বছর চলে গেলো,
    বেড়ে যাবে আরেকটা মোমবাতি,
    কালও ছিলাম আজও আছি,
    তোমার জন্মদিনের সাথী ।
    ! শুভ জন্মদিন !

    কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
    কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
    কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে।
    শুধু এই দিন সব ভুলিয়ে দেয়।
    ! শুভ জন্মদিন !

    কোন রাজার সিংহাসন থেকে নয়
    নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে,
    ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে নয়
    আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই…
    ! শুভ জন্মদিন !

    স্বপ্নগুলো সত্যি হোক তোমার
    দূরে চলে যাক সকল নিরাশা
    জন্মদিনের এই দিনটার মত কাটুক সারা জীবন
    এটাই আমার আশা।
    ! শুভ জন্মদিন !

    নতুন ভোর ,নতুন আলো নতুন করে হলো শুরু,
    যা হয় না যেন কখনো শেষ.
    জন্মদিনের লাখো শুভেচ্ছার সাথেই পাঠালাম তোমায় এই এস এম এস !
    ! শুভ জন্মদিন !

    খুশির নীল আঁকাশে পাল তুলো প্রতিদিন,
    হাসি আর গানে শোধ হয়ে যাবে ছিলো যত ঋন,
    শীতল আলোর ছোয়াতে ভোর হয়ে যাবে এই রাত,
    কোনদিন ছেড়ে দিওনাে আমাদের বন্ধুত্বের হাত ।।
    ! শুভ জন্মদিন !

    কোন রাজার সিংহাসন থেকে নয়,
    হিমালয়ের পাদদেশ থেকে নয়।
    ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়,
    আমার হৃদয়ের ছোট্ট কুঠির
    থেকে জানাই শুভ জন্মদিন।
    ! শুভ জন্মদিন !

    আজকের এই দিনে আশা রাখি
    জীবন আনন্দ
    যাত্রায় কখনো সত্যের পথ থেকে
    সরে যাবে না ।
    ! শুভ জন্মদিন !

    আজ তোমার জন্মদিনে
    কি দেবো তোমায় উপহার
    সুখের মালা বরণডালা
    নাকি কোন স্বর্ণ হার,
    তোমার মাঝে পেয়েছি আমি
    অপরূপ এক সুন্দরী,
    রুপে নয় তো শুধু গুনেও তুমি সুন্দরী।
    ! শুভ জন্মদিন !

    আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,
    জন্মদিনের মতন তুমি,
    সদাই থেকো ভালো শুভ জন্মদিন।

    এই দিনটা আসে জেনো বার বার ফিরে,
    যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে ।
    ! শুভ জন্মদিন !

    আরো একটি বছর তুমি করলে পার,
    সুখে থাকো, সুন্দর থাকো,
    এই কামনা করি বারে বার ।
    ! শুভ জন্মদিন !

    “শুভেচ্ছা তোমায়, ভালো থেকো
    আজকে তোমার জন্মদিন,
    জীবন ভর সুখে থেকো
    বাজুক অমরণ সুখের বীন”
    ! শুভ জন্মদিন !

    প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা মেসেজ

    • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
    • জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত, বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত। শুভ জন্মদিন
    • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
    • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. “শুভ জন্মদিন”
    • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে!
    • আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার। শুভ জন্মদিন
    • দারুন দিনটায় জানাই অভিনন্দন, চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি, আজ দিনটা ভালোভাবে উপভোগ করো। শুভ জন্মদিন
    • আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না .. জন্মদিনের শুভেচ্ছা নিও
    • আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।
    • এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি , এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
    • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে. হ্যাপি বার্থডে !!
    • নতুন সকাল , নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস ! শুভ জন্মদিন !!
    • আপনি সাফল্য এবং আনন্দ আপনার জীবনে এগিয়ে তবেই! শুভ জন্মদিন!!
    • অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে ..শুভ জন্মদিন..
    • অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে ..শুভ জন্মদিন..
    • এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ , চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। ..শুভ জন্মদিন..
    • এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ , চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। ..শুভ জন্মদিন..
    • শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন। মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমনি করে বন্ধু তোমার, জীবন যেন সুখের সাগরে ভাসে।
    • স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য। ..শুভ জন্মদিন..
    • রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটি সুদিনের, আমি আশায় থাকি তোমার জন্মদিনের। ..শুভ জন্মদিন..
    • রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন। প্রকৃতি সেজেছে নতুন সাজে, ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে, দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে, জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে।
    • আজ ভোরের জানালায় সূর্যি মামা এসে বলেগেলো শুভ সকাল আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে রাঙিয়ে মনের দেয়াল আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো হৃদয়ে তোমার খেয়াল ...হ্যাপি বার্থডে ...
    • আজ তোমার জন্মদিন এলো খুশির শুভদিন সর্বদা থাকে যেনো তোমার মন এমনি আনন্দে রঙিন ...হ্যাপি বার্থডে ...
    • ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে লাগছে আজ অনেক রঙিন অলিরা গানে গানে ফুলের কানে কানে বলছে আজ সেই শুভ দিন ...শুভ জন্মদিন...
    • আসুক ফিরে এমন দিন , হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।
    • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিবো তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার ।। ...শুভ জন্মদিন ...
    • খুশির আকাশে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ হয়ে যাবে যত ঋন, আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনদিন ছেড়ে দিওনা এই বন্ধুত্বের হাত ।।
    • রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দিবো তোমায় ভালোবাসা ।। ...শুভ জন্মদিন ...
    • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন ।। ...শুভ জন্মদিন ...
    • নতুন সকাল ,নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস !
    • নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন ।।
    • “দিন যায় রাত আসে মাস যায় বছর আসে, সবাই থাকে শুদিনের আশায়, আমি থাকি শুধু তোমার জন্মদিনের আশায়! ...শুভ জন্মদিন...
    • “জন্মদিনের শুভেচ্ছা, প্রিতি ও ভালোবাসা, পৌঁছাবে তোমার কাছে, আমার শুধু এই আশা। ..শুভ জন্মদিন..
    • “তোর জন্য ভালোবাসার লক্ষ.. গোলাপ জুঁই.. হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন
    • “সবাইতো ফুল দিয়ে উইশ করবে, আমি না হয় হৃদয় দিয়ে করবো, কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে, আমি না হয় Sms দিয়ে বললাম । শুভ জন্মদিন
    • “রাজার আছে অনেক ধন আমার আছে সুন্দর মন পাখির আছে ছোট্ট বাসা আমার মনে একটি আশা দিবো তোমায় ভালোবাসা। HAPPY BIRTHDAY
    • “তোমার কথা ভাবতে ভাবতে হয়না যেন দিন শেষ, জন্মদিনের শুভক্ষণে তোমায় পাঠালাম এই SMS শুভ জন্মদিন
    • “চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমার জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভ কামনা। Happy Birthday
    • “চোখ খুলি বা বন্ধ করি তুমিই ভেসে আসো! মেয়ে তুমি আমায় কি এমনি ভালবাসো? Happy Birthday
    • “জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই, আমার জানা সবচেয়ে সুন্দর মানুষটিকে, তোমার একটা হাঁসিতে আলোকিত হয় চারিদিক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। শুভ জন্মদিন
    • “ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে করেছে ভুবন রঙ্গীন তোমাকে জানায় হৃদয় থেকে শুভ জন্মদিন
    • “এসেছে জন্মদিন এক বছর পরে, দোয়া করি হৃদয় থেকে মন ভরে, সারা জীবন থেকো যেন হাঁসি মুখে। জন্মদিনের শুভেচ্ছা জানাই এবারে। হাঁসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।”

    প্রাক্তন প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

    • “গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি। শরতের গীতালি, হেমন্তের মিতালী। শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি । এমনি করে ভরে থাক, তোমার জীবনের দিনগুলি । শুভ জন্মদিন
    • “A ফর আমি, B ফর বলতে, C ফর চাই, D ফর দারুণ, E ফর একটা, F ফর ফাটাফাটি, G ফর গোপন কথা, H ফর হ্যাপি বার্থডে!”
    • জন্মদিন প্রত্যেক বছর ফিরে-উল্টে আসে কিন্তু তোমার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত। তোমার এই স্পেশাল দিনে তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। হ্যাপি বার্থ ডে!
    • আশা করি তোমার এই শুভ দিনটি কেকের মতো মিষ্টি হবে। এই বছরের তোমার সমস্ত চাহিদা যেন ভাগবান পূরণ করে এবং তোমার সব স্বপ্ন সত্যি হোক। হ্যাপি বার্থ ডে টু মাই ফ্রেন্ড।
    • সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস। শুভ জন্মদিন।
    • আমার জীবনে তুমি ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। আজকে তোমার জন্মদিন এবং আমি চাই এই দিনটি আরও স্পেশাল করে তুলতে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
    • এই দিনটি আমার কাছে সবসময় ব্রাইট এবং সুন্দর কারণ আমার জীবনের ভালোবাসা এই দিনে জন্মগ্রহণ করেছে। হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার।
    • তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ। আজকে এই দিনটা তোমার। তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর। শুভ জন্মদিন।
    • আপনার বিশেষ দিনে, আমি আপনাকে শুভ কামনা করি। আমি আশা করি এই দুর্দান্ত দিনটি আপনার হৃদয়কে আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ করবে।
    • আজকের তোমার জন্মদিন। আর এই বিশেষ দিনে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা এবং প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি। ভগবান তোমার মঙ্গল করুক। শুভ জন্মদিন বন্ধু।
    • আমার জীবনে তুমি একজন যে আমায় সবসময় স্পেশাল অনুভব করায়। আমার সুখে দুঃখে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে প্রেমিক হিসাবে পেয়ে আমি ভাগ্যবান। শুভ জন্মদিন মাই ডিয়ার।
    • শুভ জন্মদিন বন্ধু। আজকের এই দিনটা শুধুমাত্র তোমার দিন। আজকের দিনে সব কেক, ভালোবাসা, হাগ এবং পৃথিবীর সব খুশির যোগ্য একমাত্র তুমি। তাই আজকের এই বিশেষ দিনটা উপভোগ করে কাটাও।
    • তোমার মতো ভালোবাসার মানুষ প্রতিটি মেয়ের স্বপ্ন। ভগবানকে ধন্যবাদ জানাতে চাই ভালোবাসার অসাধারণ উপহার আমাকে দেওয়ার জন্য। আজকের এই দিনে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন আমি এই পৃথিবীতে জীবিত থাকব ততদিন তোমাকেই ভালোবেসে যাব। শুভ জন্মদিন।
    • আমি খুব ভাগ্যবান তোমার মতো একটা বন্ধু পেয়ে। তুমি আমার কাছে যেমন স্পেশাল ঠিক তেমনি আজকের দিনটি স্পেশালভাবে উপভোগ কর। তোমার সব স্বপ্ন পূরণ হোক। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার এবং আমার পরিবারের তরফ থেকে।
    • আবার একটা নতুন বছর আরও একটা নতুন চ্যালেঞ্জ বন্ধু। জীবনে যাই হোক না কেন মুখে হাসি রাখতে ভুলে যেওনা। শুভ জন্মদিন বন্ধু। ভালো থেকো।
    • আজকের এই বিশেষ দিনে তোমার জন্য রইল অনেক ভালোবাসা, খুশি এবং আনন্দ। আমার পাশে থাকার জন্য তোমায় জানাই অনেক ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থ ডে মাই লাভলি ফ্রেন্ড।
    • আজকের আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্মদিন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি পুরো জীবন হাসিখুশিতে কাটাতে পারো। আজ এই বিশেষ দিনে আমি তোমাকে কথা দিচ্ছি সারাজীবন তোমার পাশে থাকব। শুভ জন্মদিন।
    • আমার ভালবাসার অনুভূতি প্রকাশ করার জন্য আলাদা করে কোন শব্দ নেই। আজকের এই বিশেষ দিনে আমার জীবনের ভালোবাসাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালোবাসা। পৃথিবীর সমস্ত খুশির শুভেচ্ছা জানালাম।
    • তোমার জন্য আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা রয়েছে। তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি পাগলের মতো ভালোবাসি। তোমায় ছাড়া আমার জীবন শূন্য এবং অর্থহীন। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
    • এই দিনটি আমার জন্য সবচেয়ে বিশেষ দিন কারণ এই দিনে আমার ভালোবাসা এই পৃথিবীতে এসেছিল। আমি আমার পুরো জীবন তোমার প্রেমে আবদ্ধ থাকতে চাই। শুভ জন্মদিন মাই লাভ। আজকের দিনটা তোমার জীবনে সবচেয়ে স্পেশাল দিন হবে।
    • আমার জীবনে তুমি আসার পর জীবনের সত্যিকারের ভালবাসার অর্থ বুঝতে পেরেছি। আজকের এই বিশেষ মুহূর্তে বিশেষ দিনে তোমার জন্য অনেক ভালোবাসা রইল। জীবনে আরও সাফল্য অর্জন কর। শুভ জন্মদিন আমার জীবনের ভালোবাসাকে।
    • আজকের এই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। কারণ আজকের এই দিনটা আমার জন্য কতটা স্পেশাল সেটা প্রকাশ করার দিন। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাপি বার্থ ডে ডিয়ার। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… দিন মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
    • অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন..
    • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… দিন মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
    • অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন…
    • আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা , আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি …শুভ জন্মদিনের অভিনন্দন !
    • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. “শুভ জন্মদিন”
    • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন. শুভ জন্মদিন
    • আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া …জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!..শুভ জন্মদিন ..
    • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী ! হ্যাপি বার্থডে !
    • আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি ! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন !
    • একজন সহকর্মী যদি বন্ধু হয়ে যায় তোমার মর তাহলে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমায় কখনো কোনকিছুর ভান করতে হবে না,যেমন আমি আসলে তেমনই থাকতে পারি সবসময়! শুভ জন্মদিন…
    • একটা প্রার্থনা তোমার দিনটি করতে শুভ একটা শুভেচ্ছা তোমার দিনটি করতে রঙিন খুশি অনেক তোমার পথে থাকুক ছড়িয়ে জানাই তোমায় “শুভ জন্মদিন..”
    • কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক… তোমার জীবনের সব বিপদের অকালবিয়োগ ঘটুক… ঈশ্বর তোমার সহায় হোক… শুভ জন্মদিন…
    • কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে ! হ্যাপি বার্থডে !
    • ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে , বয়সটা তো আরো একবছর বেড়ে গেল ! ..শুভ জন্মদিন
    • জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব , প্রিয়জনদের সাথে মজা করে কাটাও ..জন্মদিনের শুভেচ্ছা নিও ..
    • জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব , প্রিয়জনদের সাথে মজা করে কাটাও ..জন্মদিনের শুভেচ্ছা নিও ..
    • জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পারো ! শুভ জন্মদিন !
    • তোমার জীবন যেন ভরে ওঠে অনেক অনেক স্বর্গীয় আশীর্বাদের উপহারে…তুমি নিজেই যখন পৃথিবীর কাছে একটা এত বড় উপহার,তখন তুমি নিশ্চই পৃথিবীর সেরা উপহারটি পাওয়ার যোগ্য… শুভ জন্মদিন..
    • কোন রাজার শিংহাসন থেকে নয়, হিমালয়ের পাদদেশ থেকে নয়। ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই, তোমায় ... শুভ জন্মদিন ...
    • স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমার জন্য। ..শুভ জন্মদিন..

    লেখকের মন্তব্য। প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ - birthday status for lover

    প্রিয় মানুষের জন্মদিন আমাদের সকলের কাছে অনেক স্পেশাল হয়ে থাকে। আর এই দিনটা চাই আমরা সকলে আনন্দ খুশিতে কাটাতে। তাই আমাদের আজকের আয়োজন ছিল প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪।

    আশা করছি আপনি আমাদের আজকের আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই দিনে আমরা সকলেই চাই দিনটা আনন্দের সাথে কাটাতে।

    তাই আশা করছি আমাদের প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ আপনাদের অনেক সাহায্য করবে। প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ভুলবেন না।

    তাতে তারাও তাদের প্রিয় মানুষজনের সাথে প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪ শেয়ার করতে পারবে।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url